Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বাংলাদেশ নির্বাচন কমিশন

 উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়

পলাশবাড়ী, গাইবান্ধা

www.ecs.gov.bd

 

সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেনস চার্টার)

১.১     নাগরিক সেবা :

ক্র: নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

সেবা প্রদানের সময়সীমা

১।

ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি

নির্ধারিত ফরম-১১ ও ফরম-২ পুরণ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

কাগজপত্র : (১) জন্ম নিবন্ধন সনদ, (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), (৩) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটৌকপি (৪) স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটৌকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

প্রযোজ্য নহে

কমপক্ষে ০৩ (তিন) দিন

২।

ভোটার তালিকায় নাম স্থানান্তর

নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যম সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

(১)জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, (২) চেয়ারম্যান/ মেয়র/প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, (৩) পৌরকর রশিদ/চৌকিদার রশিদ (৪) বিদ্যুৎ/ টেলিফোন/ গ্যাস বিলের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

প্রযোজ্য নহে

কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন

৩। (ক)

জাতীয় পরিচয়পত্রে নিজ নাম(বাংলা ও ইংরেজি)/ জন্ম তারিখ সংশোধন

নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

কাগজপত্র : (১) জন্ম নিবন্ধন সনদ; (২) পি.এস.সি/ জে.এস.সি/ এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে); (৩) ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট; (৪)পাসপোর্ট /ড্রাইভিং লাইসেন্স/নিকাহ্ নামা/ এমপিওসিট/ সার্ভিস বহি/Awdm cÖavb KZ©„K cÖZ¨qbcÎ (প্রযোজ্য ক্ষেত্রে);

(১) 1ম বার:

ফি-২০০/-, ভ্যাট-৩০/-

(২) ২য় বার:

ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,

(৩) পরবর্তীতে:

ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

পরিশোধ পদ্ধতি:

ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি;

ফি কোড: ১-০৬০১-০০০১-১৮৪৭

ভ্যাট কোড  ১-১১৩৩-০০৪৫-০৩0১১

কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন

 

৩। (খ)

জাতীয় পরিচয়পত্রে পিতা/মাতার নাম সংশোধন

নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

(১) জন্ম নিবন্ধন সনদ সনদ; (২) পি.এস.সি/জে.এস.সি/ এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে); (৩) ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট; (৪)পাসপোর্ট /ড্রাইভিং লাইসেন্স/নিকাহ্ নামা/ এমপিওসিট /সার্ভিস বহি/ Awdm cÖavb KZ©„K cÖZ¨qbcÎ (প্রযোজ্য ক্ষেত্রে); (৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; (৬) পিতার সমস্ত সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র;

৩। (গ)

জাতীয় পরিচয়পত্রে স্বামী/স্ত্রীর নাম সংশোধন/ সংযোজন/ বিয়োজন।

নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

(১) নিকাহনামা/তালাকনামা/মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে); (২)স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);

(১) 1ম বার :

ফি-২০০/-, ভ্যাট-৩০/-

(২) ২য় বার :

ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,

(৩) পরবর্তীতে :

ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

পরিশোধ পদ্ধতি :

ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি;

ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭

ভ্যাট কোড ১-১১৩৩-০০৪৫-০৩১১

কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন

 

৩। (ঘ)

জাতীয় পরিচয়পত্রে রক্তের গ্রুপ  সংযোজন/ সংশোধন।

নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

প্যাথলজিক্যাল রিপোর্ট/চিকিৎসকের সনদপত্র;

৩। (ঙ)

জাতীয় পরিচয়পত্রে গ্রাম/রাস্তা/ ডাকঘর সংশোধন।

নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

(১) জন্ম নিবন্ধন সনদ; (২) চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ;

৩। (চ)

জাতীয় পরিচয়পত্রে ছবি/স্বাক্ষর পরিবর্তন।

নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

(১) স্বাক্ষর পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিতি ;

৩। (ছ)

ডাটাবেইজে সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন।

নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

(১) পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ;

ফি-১০০/-, ভ্যাট-১৫/-

পদ্ধতি: ট্রেজারী চালান/অন-লাইন

ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭

ভ্যাট কোড ১-১১৩৩-০০৪৫-০৩১১

কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন

৪।

হারানো বা নষ্ট বা অন্য কোন কারণে পুনঃরায় জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি।

নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

(১) জিডির মূল কপি; (২) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি; (৩) মূল জাতীয় পরিচয়পত্র (নষ্ট হওয়ার ক্ষেত্রে);

(১) 1ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-

(২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,

(৩) পরবর্তীতে : ফি-৫০০, ভ্যাট-৭৫/-

পরিশোধ পদ্ধতিঃট্রেজারী চালান/অন-লাইন

ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭

ভ্যাট কোড ১-১১৩৩-০০৪৫-০৩১১

কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন

৫।

জাতীয় পরিচয়পত্রের তথ্য উপাত্ত সরবরাহ (ইন্ট্রানেট হতে মুদ্রিত কপি)।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর স্বহস্তে লিখিত আবেদন

নিবন্ধন স্লিপ/ভোটার নম্বর/জাতীয় পরিচয়পত্র নম্বর;

ফি-২০০/-, ভ্যাট-৩০/-

পরিশোধ পদ্ধতি :

ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি

ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭

ভ্যাট কোড :  ১-১১৩৩-০০৪৫-০৩১১

কমপক্ষে ০১ (এক) দিন

৬।

ভোটারের আঙ্গুলের ছাপ গ্রহণ।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর নির্ধারিত ফরমে আবেদন

--

---

কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন

৭।

ভোটার তালিকা প্রদর্শণ।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর ৫০/-(পঞ্চাশ) টাকার কোর্ট ফি সহ স্বহস্তে লিখিত আবেদন

--

---

০১ (এক) দিন

৮।

ভোটার তালিকার সার্টিফাইড কপি।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর ৫০/-(পঞ্চাশ) টাকার কোর্ট ফি সহ স্বহস্তে লিখিত আবেদন

--

প্রতি পৃষ্ঠার (A4 সাইজ) জন্য ১০০/- টাকা হারে

পরিশোধ পদ্ধতি :

ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি

ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭

ভ্যাট কোড  ১-১১৩৩-০০৪৫-০৩১১

কমপক্ষে ০২ (দুই) দিন

৯।

ভোটার তালিকা হতে মৃত ব্যক্তির নাম কর্তন।

মৃত ব্যক্তির নিকটাত্বীয় নির্ধারিত ফরম-১২ এর মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করবেন;

সংশ্লিষ্ট মেয়র/চেয়ারম্যান কর্তৃক মৃত্যু সনদ ;

---

কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন

               

 

১.২   প্রাতিষ্ঠানিক  সেবা:

ক্র: নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

সেবা প্রদানের সময়সীমা

১।

জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত

(১) প্রচার মাধ্যম; (২) নোটিশ বোর্ড; (৩) মোবাইল মেসেজ; (৪) মাইকিং; (৫) পোস্টার, ব্যানার, লিফলেট ইত্যাদি;

প্রাপ্তিস্থান : সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন অফিসারের কার্যালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েব সাইট (www.ecs.gov.bd)।

---

---

২।

ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সরবরাহ

ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে টাকা জমা প্রদান সাপেক্ষে

প্রাপ্তিস্থান : সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন অফিসারের কার্যালয়।

প্রতিটি ইউনিয়ন/সিটি/পৌর ওয়ার্ডের জন্য ৫০০/- টাকা হারে

পরিশোধ পদ্ধতি :ট্রেজারী চালান

কোড : ১-০৬০১-০০০১-২৬৩১

 

 

১.৩   আভ্যন্তরীণ  সেবা:

ক্র: নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

সেবা প্রদানের সময়সীমা

১।

জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ।

সংশ্লিষ্ট দপ্তর প্রধানের আবেদনের প্রেক্ষিতে।

কাগজপত্র : নিবন্ধন স্লিপ/ভোটার নম্বর/জাতীয় পরিচয়পত্র নম্বর;

---

---

২।

বিভিন্ন প্রতিষ্ঠান/ সংগঠনের নির্বাচনে সহায়তা প্রদান।

যথাযথ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে স্টীলের ব্যালট বাক্স সরবরাহ।

প্রাপ্তিস্থান: সংশ্লিষ্ট জেলা/উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়।

---

---